শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভিপি হয়েও ‘হলে’ থাকতে পারছেন না নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হওয়া সত্বেও ‘হলে’ থাকতে পারছেন না বলে অভিযোগ করেছেন নুরুল হক নুর। নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত তিনি।

গতকাল বুধবার এক আলাপচারিতায় এ কথা জানান নুর।

ডাকসু ভিপি বলেন, আমি মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আগ পর্যন্ত হলে ছিলাম।

কিন্তু কোটা সংস্কার আন্দোলনে আমিসহ অনেকে ছাত্রলীগের হামলার শিকার হয়। কিন্তু এ ব্যাপারে প্রশাসন কোন পদক্ষেপ নেয় নি।

নুর অভিযোগ করে আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে শুরু করে ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত তিনবার ছাত্রলীগ আমার ওপর হামলা করে।

ডাকসু ভিপি হওয়ার পর বিভিন্নস্থানে অন্তত পাঁচবার হামলা করা হয়। প্রতিটি হামলার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল।

কিন্তু হামলার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ নেয়নি। বরং হামলাকারীদের পুরস্কৃত করা হয়েছে। আর এসব কারণে হলে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ভিপি হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আমিসহ অনেকের ওপর হামলা করেছে।

কিন্তু বাস্তবতা হলো এসব হামলার যথেষ্ট প্রমাণ থাকা সত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এজন্য হলে থাকতে নিরাপদ বোধ করছি না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ