শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মীরের পক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব, ভারতের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের অধিকার কেড়ে নিয়ে ভারতীয় হস্তক্ষেপের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব তুলেছে দেশটির লেবার পার্টি।

গতকাল বুধবার তোলা ওই প্রস্তাবে দলটির নেতা জেরেমি করবিন বলেন, কাশ্মিরে ‘প্রবেশ’ করে সেখানকার অধিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

করবিনের এ প্রস্তাবে ভারত ও পাকিস্তানের পারষ্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে কাশ্মির ইস্যুতে ব্রিটিশ সরকারের অবস্থান রয়েছে।

লেবার পার্টির এমন অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিস কুমার। তিনি বলেন, এ প্রস্তাব তুলে আসলে লেবার পার্টি ভোটার টানার চেষ্টা করছে।

ভারতীয় মুখপাত্র আরও বলেন, কাশ্মির নিয়ে লেবার পার্টির জড়ানোর কোনো যৌক্তিকতাই নেই। আমাদের না জানিয়ে এ পদক্ষেপ নেয়ায় আমরা মর্মাহত। বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত সরকার।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রের নিয়ন্ত্রণে নেয় মোদি সরকার। সেই থেকে কার্যত অবরুদ্ধ ভূখণ্ডটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

-্এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ