আওয়ার ইসলাম: ভারতের আরো একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে ওই বিমানে থাকা দু’জন পাইলটই নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।
খবরে উল্লেখ করা হয়, ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ ২১ মডেলের ওই বিমানটি গোয়ালিওর শহরের বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। পরে এটি রানওয়ের কাছে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।
পুরো বছরজুড়েই নিয়মিত বিরতি দিয়ে বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ভারতে। গত ৮ আগস্ট রাতে সুখোই এসইউ এমকেআই যুদ্ধবিমানটি টহলরত অবস্থায় বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের তেজপুরে।
কোনোরকম যুদ্ধ অভিযান ছাড়াই আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয়ে পড়ছে ভারতীয় যুদ্ধবিমানগুলো। চলতি বছরেই পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যম।
এসব দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনাগুলো ও ক্ষতির হিসাব দিয়ে সংবাদমাধ্যমটি ২০১৯ সালকে ভারতীয় বিমানবাহিনীর জন্য একটি রক্তাক্ত বছর আখ্যা দিয়েছে। সূত্র: এনডিটিভি
-এটি