আওয়ার ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ডক্টর খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন হল এবং হলের বাইরে থেকে শিক্ষার্থীদের একের পর ছোট ছোট মিছিল ক্যাম্পাসে আসে। পরে তারা প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দুর্নীতিগ্রস্ত ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কোনও বাধাই আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। ভিসি’র পদত্যাগই এখন একমাত্র সমাধান।
ভিসি’র পদত্যাগের দাবিতে আজ নানা কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানায়, আজ সংবাদ সম্মেলন, ভিসিকে লাল কার্ড প্রদর্শন করা ছাড়াও দুই ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এদিকে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার তদন্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত কমিটির আজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখতে আসার কথা রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়। ইউজিসি অধ্যাপক মুহা. আলমগীর হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এসে বিষয়টি তদন্ত করে দেখবেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।
আন্দোলনের মধ্যে শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এদিন বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের নির্দেশ অগ্রাহ্য করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
-এএ