শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

‘দুর্নীতির গড়ফাদারদের বিরুদ্ধে সাড়াশী অভিযান পরিচালনা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সরকার, প্রশাসন ও সরকার দলীয় লোকদের ভয়াবহ দুর্নীতি দেশকে সংকটরে মধ্যে ফেলেছে।

আজকে সরকার দলীয় লোকদের কাছে অবৈধ অর্থ-সম্পদের যে খনি আবিস্কৃত হচ্ছে তা প্রমান করে বর্তমান সরকার দুর্নীতিবাজ সরকার। সরকার ও প্রশাসনের আশ্রয়, প্রশ্রয়ের কারণেই দুর্নীতিবাজরা এ পর্যায়ে পৌঁছতে পরেছে।

দুর্নীীততে আকন্ঠ নিমজ্জিত একটি সরকারের পক্ষে দেশ পরিচালনা সম্ভব নয়। দুর্নীতির করালগ্রাস থেকে জাতিকে মুক্ত করতে হলে দুর্নীতির গড়ফাদারদের বিরুদ্ধে সাড়াশী অভিযান পরিচালনা করতে হবে। যারা দুর্নীতিবাজদের লালন করেছে, প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আইনের শাসন, ন্যায় বিচার, ও একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ্ব আবু সালেহীন, মাওলানা আজীজুল হক, অধ্যাপক এএসএম খুরশীদ ্অলম, হাজী নূর হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ