সুফিয়ান ফারাবী: ছবিতে যেই মানুষটিকে দেখছেন, তিনি সরকারের একজন প্রতিমন্ত্রী। আজ সাভারের একটি সেলুনে গিয়ে তাকে দেখে রীতিমতো অবাক হলাম। মানুষটি সাধারণের কাতারে। এটাই তো হওয়া উচিৎ...তাইনা? আর সেটা হয় না বলেই তাকে দেখে অবাক হতে হলো।
হাল জমানায় যা দেখি তাতে নিঃসন্দেহে আশ্চর্য করার মতোই ঘটনা। হাজার হলেও প্রতিমন্ত্রী মানে ভিআইপি বলে কথা! যেখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা পর্যন্ত নাপিত নিজের বাসা-বাড়িতে ডেকে নিয়ে ক্ষৌরকর্ম করান, সেখানে তিনি সব সময়ই থাকেন সাধারণের কাতারে। সামনে পেছনে থাকে না লাটবহর। খুব প্রয়োজন না হলে সরকারি প্রটোকলও এড়িয়ে চলেন। সেলুনে যান অনেকটা নিরবে ।
নরসুন্দর বললেন, প্রয়োজনে প্রতিমন্ত্রী সাহেব অপেক্ষা করেন। কেউ অপেক্ষমান থাকলে তাকে অগ্রাধিকার দেবার কথা বলেন। যখন চুল কাটান পাশের জনকেও বুঝতে দেন না,যে তিনি আছেন!
ঠিকই ধরেছেন, ডা. মো. এনামুর রহমান। সাভার আশুলিয়ার মাননীয় সংসদ সদস্য। যার সততায় মুগ্ধ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা ও নির্ভরতায় সন্মানিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। স্যালুট ডা. এনাম। আমরা এটাই চাই। এটাই তো হবার কথা। সত্যিই অনুকরণীয়।
বি: দ্র: মাননীয় প্রতিমন্ত্রীকে না জানিয়ে ছবিটি তুলেছি।
আরএম/