আওয়ার ইসলাম: ক্যাসিনো সামগ্রী আমদানিকারী চারটি প্রতিষ্ঠানের অমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে শুল্ক গোয়েন্দা।
বুধবার পর্যন্ত একজন সিএন্ডএফ এজেন্ট ও একজন আমদানিকারকের শুনানি হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও আমদানি চালানের যাবতীয় ব্যাংক তথ্য যাচাই করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক নেয়াজুর রহমান।
সূত্র জানায়, চারটি চালানে পোকার গেইম চিপস (কার্ড), জুয়া খেলার কয়েন, রোলেট গেইম টেবিল,ক্যাসিনো ওয়ার টেবিল আমদানি করা হয়েছে। এর মধ্যে এ এম ইসলাম এন্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান জুতার সামগ্রী বলে ক্যাসিনো চিপস নিয়ে এসেছে।
প্রসঙ্গত, ঢাকায় ক্যাসিনোতে জুয়ার আসরের নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। গত কয়েকদিনে অনেকগুলো ক্লাবে অভিযান চালিয়ে সেখানে ক্যাসিনোর সন্ধান পেয়েছে তারা। প্রতিটি ক্যাসিনোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাসিনোর দামি মেশিন ও খেলার সামগ্রীর সন্ধান পায়। গ্রেফতার করা হয়েছে অনেককে।
-এএ