আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের নিরব ভূমিকার সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের দেয়া বক্তব্যে এ সমালোচনা করেন তিনি।
তবে, আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ৩৫ মার্কিন আইনপ্রণেতা।
আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে দিতে যাওয়া ভাষণে কাশ্মীর প্রসঙ্গেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আগেই সাংবাদিকের সামনে এ ইস্যুতে বিশ্বনেতাদের উদাসীনতায় হতাশা জানান তিনি।
ইমরান বলেন, প্রায় ৮০ লাখ কাশ্মীরি উন্মুক্ত কারাগারে জীবনযাপন করছে। কাশ্মীরে হত্যাযজ্ঞ চালানোর শঙ্কা জানিয়ে সেখানে দ্রুত পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সত্যি বলতে, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় বেশ হতাশ। কাশ্মীরের মানুষের মত যদি ৮০ লাখ ইউরোপীয় ৫০ দিন ধরে অবরুদ্ধ থাকতো অথবা ইহুদীরা যদি এমন মানবেতর অবস্থায় থাকতো, বা যদি ৮ জন মার্কিনিকেও এভাবে অবরুদ্ধ রাখা হতো, তাহলেও কি বিশ্বনেতাদের প্রতিক্রিয়া একইরকম হত।
সংলাপের মাধ্যমে কাশ্মীর সংকট সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, এই সমাধান সংঘর্ষের মাধ্যমে নয়, বরং ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে। কাশ্মীর সংকট নিয়ে যথেষ্ট মনোযোগ না দেয়ায় এসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন তিনি।
এদিকে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ উস্কে দিতে পাকিস্তান ড্রোনের মাধ্যমে ভারতে একে-৪৭ ও গ্রেনেডের মতো মারণাস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ ভারতের।
দেশটির সেনাবাহিনীর দাবি গত কিছুদিনে অন্তত ১০ বার পাকিস্তানি ড্রোন ভারতীয় সীমানায় ঢুকে অস্ত্র ও স্যাটেলাইট ফোন সরবরাহ করেছে।
-এটি