আওয়ার ইসলাম: পাকিস্তানে নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্পের আঘাতে পাঁচ ব্যাক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এই ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জন পাকিস্তানির নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুর শহরের কাছে।
এই ভূমিকম্পে পুরো আজাদ কাশ্মীরের পাশাপাশি ইসলামাবাদ, লাহোর এবং খাইবার পাখতুন অঞ্চল কেঁপে উঠে। এছাড়া ভারতের দিল্লি, চন্ডিগড়, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।
ভূ-কম্পনের কারণে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় এ সম্পর্কিত বিভিন্ন পোস্টে।
আজাদ কাশ্মীরের মিরপুর শহরের এক ব্যক্তির টুইটার পোস্ট থেকে দেখা যায়, সেখানকার রাস্তায় বিশাল আকারের ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও রাস্তা দেবে গেছে।
-এটি