আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার পাপুয়ায় শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের জের ধরে সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষ ৬৫ জন। বর্ণবাদী মন্তব্যের পর সোমবার ঐ এলাকার বিভিন্ন স্কুলে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের এক পর্যায়ে ওয়ামেনা শহরে একটি সরকারি ভবনসহ কয়েকটি আগুন দেয় বিক্ষোভাকারীরা।
তখন ওই ভবনে আটকে পড়াদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র।
এদিকে, জায়াপুরাতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশ ও সেনাবাহিনীর ওপর শিক্ষার্থীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ৩ বেসামরিক নাগরিক নিহত হয়।
-এটি