আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট হবে আগামী ২১ অক্টোবর।
ভোটগ্রহণের তিন দিন পর ২৪ অক্টোবর ফলাফল ঘোষণা হবে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়পত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ অক্টোবর, প্রত্যাহারের কড়া যাবে ৭ অক্টোবরের মধ্যে।
রাজ্য দুটিতে মোট ভোটার প্রায় দশ কোটি। ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে ২৮৮টি বিজেপি ১২২ ও শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন।
আর কংগ্রেস ৪২টি এবং শারদ পাওয়ারের এন/সি/পি পেয়েছিল ৪১টি আসনে জয়। মোদি সরকারের তিন তালাক বিল পাস ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর, এটিই ভারতে প্রথম বিধানসভা নির্বাচন।
-এটি