আওয়ার ইসলাম: ফ্রান্সের একটি মসজিদে গাড়ি হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় কোলমার শহরে স্থানীয় সময় রাত ৮টার দিকে কোলমার গ্র্যান্ড মসজিদে এ হামলা হয়। এ ঘটনায় আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
রুশ সাংবাদমাধ্যম আরটি জানায়, হামলায় মসজিদে প্রবেশের দরজাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে দরজায় আঘাত হানা প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে চালক ছাড়া কেউ হতাহত হয়নি। এটি গাড়ি হামলা নাকি আত্মঘাতী হামলা সে ব্যাপারটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, হামলার পরেই ঘটনাস্থালে ছুটে গিয়ে ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় জড়িত গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ওই গাড়িচালককে ঘাড়ে কাটার দাগ দেখা যায়।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চালক নিজেই ঘাড়ে ছুরি চালিয়েছে নাকি অন্য কেউ ছুরিকাঘাত করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
-এটি