আওয়ার ইসলাম: দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের উদ্যোগ গ্রহণ ফলপ্রসূ হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, সরকারদলীয় লোকজন এখন ক্যাসিনো সংস্কৃতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করছে বলে অভিযোগ করেছেন
তিনি বলেন, জুয়া, মদ ও হাউজির নামে যুব সমাজের চরিত্র ধ্বংস করা হচ্ছে। ক্যাসিনোগুলো বন্ধ এবং এর সঙ্গে জড়িত চাঁদাবাজদের গ্রেফতার করলে দেশে টাকার পাহাড় হয়ে যাবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে জুয়া, মাদক ও চাঁদাবাজি অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, নীতি-নৈতিকতাহীন নেতৃত্ব দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয়। উলামায়ে কেরাম এগিয়ে এলে দেশ থেকে জুয়া, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন চিরতরে বন্ধ হবে।
স্থানীয় শহীদ মিনার চত্বরে জেলা সভাপতি আলহাজ খন্দকার সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সম্মেলনে জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
আরএম/