আবদুল্লাহ তামিম ♦
কাশ্মীর ইস্যু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান।
পাকিস্তানের করিম পার্ক ও জামিয়া মাদানিয়া লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা ফজলুর রহমান বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন আর জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামাবাদে সমাবেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, ভারতের রাজনীতির সঙ্গে পাকিস্তানের রাজনীতি মিলানোর কোনো প্রয়োজন নেই। পাকিস্তানে পাকিস্তানের রাজনীতি চলবে আর আর ভারতে ভারতের।
জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান আরো বলেন, সংবিধান, ইসলামী আইন, অশান্তি, মুদ্রাস্ফীতি, জনগণের বিভিন্ন সমস্যাগুলোর বিষয়ে নির্দ্বিধায় মিছিল করা কৌশল গ্রহণের জন্য অন্যান্য পক্ষের সাথে একত্রে কাজ করা এটা আমাদের অধিকার।
তিনি আরো বলেন, জনগণ পাকিস্তানের স্বাধীনতার জন্য লংমার্চ করতে প্রস্তুুত রয়েছে। তাদের আগ্রহ আমাদের থেকেও বেশি। আমরা স্বাধীনতার সে মিছিলের তারিখ নির্ধারণ করেনি এখনো। দু'দিনের মধ্যেই তারিখ ঠিক করা হবে।
মাওলানা ফজলুর রহমান বলেন, কোনও প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে আমার কোনো বিরোধ নেই, নওয়াজ শরীফের বার্তা পাকিস্তানকে এই স্তরে নিয়ে এসেছে, আমাদেরকে পাকিস্তানের রাজনীতি করতে হবে।
তিনি আরও যোগ করেছেন, জুলাই ২০১৮ সালে, অন্যান্য রাজনৈতিক দলগুলির আমাদের সাথে একটি চুক্তি করেছে, তাদের উচিত তা মেনে চলতে হবে।
সূত্র: ডেইলি জং
-এটি