আওয়ার ইসলাম: রাজধানীর কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আকতার দুই মামলায় এ আসামির পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ এ চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে আসামির জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক এ রায় দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান।
এর আগে শনিবার শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে র্যাব বাদী হয়ে মামলা দুটি করে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে র্যাব শফিকুল আলম ফিরোজকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গতকাল শুক্রবার দুপুরে অভিযান শুরুর আগে ক্লাবের সভাপতি শফিকুল আলমকে ক্লাব থেকে র্যাব-২–এর কার্যালয়ে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়েই ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব থেকে ক্যাসিনোয় ব্যবহৃত ৫৬২ পিস চিপস (কার্ড), হলুদ রঙের ইয়াবা ও একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে র্যাব।
-এএ