শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

'জুলুম অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে হত্যা, ধর্ষণ, দুর্নীতির মহামারি চলছে। ঘর থেকে ধরে নিয়ে ‘বন্দুকযুদ্ধে নিহত’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। গুম, খুন, লুটপাট অব্যাহত রয়েছে। পার্শ্ববর্তী দেশে মুসলমানদের ওপর নির্যাতন চলছে। এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইসহাক বলেন, কাশ্মীরে নির্যাতন চলছে। এ অবস্থায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের সরকার কানে আঙুল দিয়ে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে এ জুলুমের বিরুদ্ধে আমাদের ঈমানী জজবায় গর্জে উঠতে হবে। জুলুমবাজদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম গড়ে তুলতে হবে।

সদস্য সম্মেলন উদ্বোধন করেন ইসলামী ছাত্র মজলিস ঢাকা জেলার সাবেক সভাপতি শহীদ সাইফুল ইসলামের বাবা আবদুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নিশি রাতের ভোট চোর সরকারের কারণে দেশে সর্বত্র অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, রাহাজানি ব্যভিচার চলছে। চাঁদাবাজি, দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় একটি সর্বাত্মক পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছে। সে পরিবর্তন সাধনে ছাত্র মজলিসকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। দেশের ছাত্র সমাজকে সংগঠিত করে একটি অর্থবহ পরিবর্তনের জন্য কাজ করতে হবে।

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুরের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রভাষক মুহাম্মদ আবদুল করিম প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা আহমদ বিলাল, নূর হোসেন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুহাম্মদ রমজান আলী, মুহাম্মদ আবদুল গাফফার, তাইফুর রহমান, শাব্বির আহমদ, রায়হান আলী প্রমুখ।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে একটি র‌্যালি গুলিস্তান কাজী বশির মিলনায়তন থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে বায়তুল মোকাররম উত্তর গেটে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুই দিনব্যাপী এ সদস্য সম্মেলন শনিবার (২১ সেপ্টেম্বর) শাহজাহানপুরের মাহবুব আলী ইনস্টিটিউটে শেষ হবে।

আরেএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ