আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশে গণেশ প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে ১১ জনের মৃত্যু ঘটেছে। ভোপালের খাটলাপুরা ঘাটে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, মানুষ ও প্রতিমার অতিরিক্ত ভার নিতে না পেরে নৌকা উলটে যায়। ছয়জনকে উদ্ধার করা গেলেও ১১ জনের মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, বিসর্জন দেওয়ার জন্য যে নৌকোটি ব্যবহার করা হচ্ছিল সেটি উল্টে গেলে নৌকায় থাকা বেশ কয়েকজন পানিতে ডুবে যায়। এখনো পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১১ জনের মৃত্যু হয়েছে।
ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার ওপর তুলে দেওয়া হয় গণেশ প্রতিমাসহ অন্যান্য জিনিস, কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে পারেনি বলেই মনে করা হচ্ছে।
পুলিশ জানায়, গণেশ পূজার বিসর্জন দিতে যাওয়া কেউই কোনো লাইফ জ্যাকেট পরেননি। তার ফলেই ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।