শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

জাতিসংঘে মুখোমুখি হবেন মোদি-ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সাধারণ অধিবেশনে একইদিনে কিছু সময়ের ব্যবধানে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর নিয়ে এক মাসের বেশি সময় ধরে চলা কূটনৈতিক টানারপোড়েন এবং বাগযুদ্ধের মধ্যেই জাতিসংঘে হবে এই ‘সম্মুখসমর’।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রথমে ভাষণ দেবেন মোদি। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিশ্ব নেতৃত্বের সামনে এটাই মোদির প্রথম ভাষণ। মোদির পরেই বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও কোনও কোনও সূত্রের দাবি, নরেন্দ্র মোদি না ইমরান খান— কে আগে ভাষণ দেবেন, তা এখনও ঠিক করা হয়নি।

তবে গত মাসের প্রথম সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই প্রথম জাতিসংঘের মঞ্চে হাজির হচ্ছেন এই দুই নেতা। তাই স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
কাশ্মীর ইস্যুতে একদিকে মোদি যেমন আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। তেমনি ইমরান খানও এ নিয়ে সরব হয়েছেন।

এই ইস্যুতে গত এক মাসে বার বারই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি ইমরান খান। এমনকি নিজেকে কাশ্মীরিদের ‘প্রতিনিধি’ হিসেবে আখ্যা দিয়ে বিশ্বের দরবারে উপত্যকার মানুষদের কথা তুলে ধরবেন বলেও আগেই মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে কাশ্মীর ইস্যুতে ইতোমধ্যেই রাশিয়ার সমর্থন পেয়েছে ভারত। একই সঙ্গে এটা যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা বার বারই বুঝিয়ে দিয়েছে মোদি সরকার। ফলে ২৭ তারিখ সাধারণ সভায় দুই দেশই যে কাশ্মীর ইস্যুতে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জোর চেষ্টা করবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ