আওয়ার ইসলাম: ভারতের চন্দ্র অভিযানের শেষ মুহূর্তে চন্দ্রযান-২ বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে তার কান্নার ছবিও ভাইরাল হয়েছে।
ইসরোর প্রধানকে সান্ত্বনা দিতে আবেগঘন চিঠি লিখেছেন প্রিয়জন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এক কাশ্মীরি।
চন্দ্রযান ২-এর সঙ্গে সংযোগ ছিন্ন হওয়ার পর ইসরো প্রধানকে শিবনের মনের অবস্থা বুঝতে কষ্ট হয়নি তার। যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীরিদের যন্ত্রণা ফুটিয়ে তুলে ইসরো প্রধানকে খোলা চিঠি দেন ওই কাশ্মীরি।
একটি ইংরাজি পোর্টালের সিটিজেন জার্নালিস্ট ফৈজান বুখারি লিখেছেন, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পারা কতটা যন্ত্রণা ও কষ্টের, তা জানি। আমি আমার চাঁদ— আমার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।
শিবনকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর সান্ত্বনা দেয়া প্রসঙ্গে ফৈজান লেখেন, আপনি (ইসরো প্রধান) ভাগ্যবান। প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। আমার মতো হতভাগ্যকে দেখুন, এক মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন— কেউ সান্ত্বনা দিতে, সহমর্মিতা জানাতে এলেন না। আমার মতো মানুষের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার।
এর পর থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। সেখান বাসিন্দারা আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
আরএম/