বেলায়েত হুসাইন: মিশরের সাবেক প্রেসিডেন্ট শহীদ মুহাম্মাদ মুরসীর ইন্তেকালের মাত্র তিন মাস না যেতেই তার ছোট ছেলে আব্দুল্লাহ মুরসী হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার (৪ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেছেন। পুত্রের এ মৃত্যুতে পিতার মৃত্যুশোককেই প্রধান কারণ হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের এই ব্যাখ্যা যে একেবারেই অমূলক সেটাও বলা যাচ্ছেনা এই মুহূর্তে। কারণ, মৃত্যুবরণ করার আগে পিতাকে সম্বোধন করে আব্দুল্লাহ মুরসীর সংক্ষিপ্ত একটি লেখা গতকাল প্রকাশ করেছে আল-জাজিরা; যাতে ফুটে উঠেছে পিতার সঙ্গে পুত্রের মিলিত হওয়ার তীব্র আকাঙ্খা -যা আক্ষরিক অর্থেই বিশ্লেষকদের ধারণাকে আরো মজবুত করছে।
আল-জাজিরায় প্রকাশিত আরবি ভাষার লেখাটির বাংলায় অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায়-'আল্লাহর শপথ! হে আমার পিতা! আমার অন্তর সুস্থ হবে না, আমার ভাঙ্গা হৃদয় জোড়া লাগবে না এবং আমার দুশ্চিন্তাও দূর হবে না; যতক্ষণ না আমি আপনার সঙ্গে আপনারই পথে মিলিত হই। (যদি আমার আকাঙ্খা আল্লাহ পূরণ করেন) তাহলে এরপর আমার জীবনে দুনিয়ার আর কোনো আকর্ষণ ফিরে আসবে না।'
ফেসবুকে লেখাটি প্রকাশের পরপরই নোটিজনেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এবং সবাই পিতা শহীদ মুহাম্মাদ মুরসী ও পুত্র আব্দুল্লাহর জন্য জান্নাতের উঁচু সম্মান প্রাপ্তির দোয়া করেন।
আরএম/