আওয়ার ইসলাম: স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে আচমকা গুলি চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে অন্তত দুই ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে 'দ্য সৌদি গেজেট' জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ শেষে উপত্যকায় বিক্ষোভে নামেন শতাধিক ফিলিস্তিনি। মূলত তখনই আচমকা ইসরায়েলি সেনারা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, মাতৃভূমিতে ফিরে যাওয়ার দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টানা ৭৩ সপ্তাহের মতো বিক্ষোভ মিছিলের আয়োজন করে আসছে ফিলিস্তিনিরা। যার অংশ হিসেবে গতকাল শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তারা মূলত ইহুদিবাদী রাষ্ট্রটির দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
জাতিসংঘের মতে, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত প্রায় দেড় বছরের বেশি সময় যাবত চলা এ বিক্ষোভে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে অন্তত ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও কমপক্ষে ৩১ হাজারেরও অধিক বেসামরিক। আহতদের মধ্যে প্রায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
-এএ