আওয়ার ইসলাম: মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহর মরদেহ কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে কায়রোর জেইনহোম মর্গের কর্তৃপক্ষ পরিবারকে মরদেহ নেওয়ার অনুমতি দেওয়ার পর দ্রুত তা দাফন করা হয়।
লাশ ছাড়াই আব্দুল্লাহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর কঠোর নিরাপত্তার মধ্যে মর্গ থেকে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়। দাফনের সময় তার ভাই ওমর ও আহমেদ এবং মা নাজলা মাহমুদ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহর মরদেহ দাফনের সময় যাতে কোনো বিক্ষোভ বা বড় জনসমাবেশ না হয় সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই মর্গের কর্তৃপক্ষ তার ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করে।
গত বুধবার (৪ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার ভাই জানান, কায়রোতে এক বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর, আল আরাবিয়া
আরএম/