আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহামাদ ও তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকে জম্মু ও কাশ্মীর ইস্যুটি প্রধান্য পায়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানায়।
মোদির অনুরোধে বৃহস্পতিবারের ওই বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন দুই নেতা বলে উল্লেখ করেন তিনি।
একই দিন রাতে এক এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, জম্মু ও কাশ্মীর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন নরেন্দ্র মোদি। এ সময় ডাঃ মাহাথির জাতিসংঘের প্রস্তাবসমূহ মেনে চলা উচিত বলে মত প্রকাশ করেন।
তবে ডাঃ মাহাথির কাশ্মীর ইস্যুতে কোন পক্ষই সমর্থন করেন নি। তিনি আশা প্রকাশ করেন যে, এ দ্বন্ধের অবসান ঘটবে এবং কাশ্মীর সমস্যা যুদ্ধে রুপ নেবে না।
আরএম/