মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রাম ওমরগনি এম. ই. এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পারস্পরিক মতপার্থক্য ভুলে গিয়ে বড় বড় ইস্যুতে ঐক্যবদ্ধ কর্মসূচী হাতে নিতে পারলে সঙ্কট থেকে উত্তরণ সম্ভব।
বৃহস্পতিবার বেলা তিনটায় নগরীর চাঁদগাও এরাবিয়ান লিডারশীপ মাদরাসা মিলায়তনে ইসলামিক দা'ওয়াহ কাউন্সিল চট্টগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ‘উম্মাহর চলমান সঙ্কট ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বর্তমান পরিস্থিতির নানাদিক আলোচনা করতে গিয়ে ড. খালিদ হোসেন বলেন, আরব দেশগুলো ক্ষমতা হারানোর ভয় ও বাণিজ্যিক স্বার্থে মজলুম মুসলমানের পাশে দাঁড়াচ্ছে না। ভারতের সাথে আরব আমিরাতের বার্ষিক বাণিজ্য ৫৯.৯ বিলিয়ন ডলার। সৌদি প্রিন্স উইঘুর মুসলমানদের নিপীড়নে চীনের প্রেসিডেন্টকে সমর্থন জানান একই কারণে।
তিনি আরও বলেন, চীন কোনদিন রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব প্রসঙ্গে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে না কারণ তার বাণিজ্যিক স্বার্থ। হাজার হাজার বিলিয়ন ডলারের ৩টি মেগা প্রকল্পের কাজ চলছে মিয়ানমারে চীনের অর্থায়নে। এর মধ্যে ৪.৫ বিলিয়ন ডলারের জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে ইরাবতী নদীর উৎসস্থলে।
সংগঠনের সভাপতি মাওলানা এনামুল হক আল মাদানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও গবেষক মাওলানা মুফতি হারুন ইযহার, মাওলানা আফিফ ফোরকান আল মাদানী, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার মাওলানা মুহাম্মদ শোয়াইব ও আরবী ম্যাগাজিন 'আন নূর' এর সম্পাদক মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।
-এএ