শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

আসামে বিদেশি সাংবাদিক প্রবেশে সরকারের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। গত ৩১ আগস্ট প্রকাশিত তালিকায় রাষ্ট্রহীন করা হয়েছে ১৯ লাখের বেশি বাঙালিকে।

যদিও সেই এনআরসি প্রকাশের পর এবার ইস্যুটি নিয়ে সংবাদ প্রকাশের জন্য বিদেশি সাংবাদিকদের বিনা অনুমতিতে রাজ্য ভ্রমণে কঠোরতা আরোপ করেছে সরকার। এমনকি অনেক বিদেশি সাংবাদিককে আসাম ছেড়ে চলে যেতে বাধ্য করা হচ্ছে।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম 'এনডিটিভি' জানায়, এখন থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রবেশের জন্য সকল বিদেশি সাংবাদিককে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

যদিও মন্ত্রণালয় সেই অনুমতি প্রদানের আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। যদিও গত ৩১ আগস্ট আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের আগ পর্যন্ত এসব বিষয়ে এত কড়াকড়ি ছিল না বলে দাবি বিশ্লেষকদের।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমানে ভারতে অবস্থান করছেন অথবা নেই এমন যেকোনো বিদেশি গণমাধ্যম কর্মীকে আসাম রাজ্যে প্রবেশ করতে হলে তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগাম অনুমতি পত্র সংগ্রহ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় সেই অনুমতি প্রদানের পূর্বে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘরোয়াভাবে বিষয়টি নিয়ে আলোচনা করবে। তবে এর মাধ্যমে আসামকে অবশ্য এখনো সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে না।

এ দিকে আসামে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে সরকারের আচমকা এমন সিদ্ধান্তের বিষয়ে এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। গত বুধবার আসাম থেকে প্রকাশিত এক ইংরেজি দৈনিকের খবরে এনআরসি প্রকাশের পর রাজ্যটিকে একটি সংরক্ষিত অঞ্চলের আওতায় আনা হয়েছে।

একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের একে একে রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। তাছাড়া 'এপি'র এক নারী সংবাদ কর্মীকে আসাম পুলিশ বিমানবন্দর পর্যন্তও পৌঁছে দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ