আওয়ার ইসলাম: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। একটি হাউজিং কমপ্লেক্সে সামনে একটি বোমায় আত্মঘাতী এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৬জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল গভীর রাতে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে দেশজুড়ে। বিস্ফোরণের ঘটনার পর এখনও পর্যন্ত কোনও সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসন তালিবানদের এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানাচ্ছেন।
স্থানীয় পুলিশ-প্রশাসন এ ঘটনার পরেই কাবুলের নিরাপত্তা জোড়ধার করেছে। প্রত্যেকটি এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, বিস্ফোরণটি বিস্ফোরক ভরা একটি ট্রাক্টরের মাধ্যমে ঘটানো হয়েছে। অত্যন্ত সুরক্ষিত ওই কম্পাউন্ডে সেই সময় বহু বিদেশি নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনার পরেই ৪০০ বিদেশি নাগরিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
-এটি