আওয়ার ইসলাম: রাশিয়ার ভ্লাদিভস্তকে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রথন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রাশিয়ার পূর্বাঞ্চলে পা রাখলেন।
আজ বুধবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কিছুটা সময় জাহাজে কাটিয়েছেন মোদী। আজই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনায় বসার কথা তার। এ সফর দুই দেশের সম্পর্কে আরও শক্তি, দৃঢ়তা এবং গতি আনবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এদিন যৌথ সাংবাদিক বৈঠকে রাশিয়া ভারতকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
এ প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান রাশিয়ার পূর্বাঞ্চলে এলাকা পরিদর্শন করলেন। সেখানকার প্রকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গুজরাটের সঙ্গে সাইবেরিয়াকে মিলিয়ে ফেলেছেন।
মোদী বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের প্রকৃতির এক আত্মিক যোগ আছে। যেমন সাইবেরিয়ার সারসপাখিগুলি প্রতি শীতে ভারতের গুজরাটে উড়ে যায়। সেটা তাদের কাছে একটা বেড়ানোর জায়গা। আবার বহু ভারতীয় প্রাচ্যে যান। এভাবেই গড়ে ওঠে আত্মিকতা। প্রাকৃতিক যোগাযোগ।
চাঁদ অভিযান ঘিরে বড় একটি সাফল্যের পথে এগোচ্ছে ভারত। আর মাত্র ২-৩ দিনের অপেক্ষা তারপরেই চাঁদের দক্ষিণ মেরুরে অবতরণ করবে চন্দ্রযান-২। সেই সঙ্গে ইতিহাস গড়বে ভারত। আমেরিকা, রাশিয়া এবং চিনের সঙ্গে এক সারিতে দাঁড়াবে। এবার টার্গেট গগনযান। মহাকাশে গগনযান পাঠাতে চলেছে ভারত। তারজন্য মহাকাশচারীরা। মোদীর এই রাশিয়া সফরে সেই প্রশিক্ষণের সিদ্ধান্তও নতুন রূপ পেতে চলেছে।
সামরিক অস্ত্র কেনা নিয়ে ভারতের সঙ্গে একাধিক চুক্তি হয়েছে রাশিয়ার। মোদী বলেছেন পুটিনের সঙ্গে এই সাক্ষাতে কম দামে সামরিক সরঞ্জাম উত্পাদন নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। ভারতকে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
এদিনে মোদীকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়। পুতিনের সঙ্গে বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে।
-এটি