আওয়ার ইসলাম: আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা অভিযান চালিয়ে পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
তিনি বলেন, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনের ঠিকানা পাকিস্তানের কাছ থেকে পেয়েছে। গোয়েন্দা তথ্য পাওয়ার পর পাকিস্তানকে নিয়ে যৌথ অভিযান না চালিয়ে, একতরফা অভিযান চালিয়ে আমাদের ধোকা দিয়েছে। ইমরান খানও যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পকে এ কথাই বলেছেন।
বুধবার টেলিভিশন সংবাদ সম্মেলনে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর প্রধান মুখপাত্র এ কথা বলেন।
কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের বীজবপন করছে বলেও অভিযোগ করেছেন গফুর।
তিনি বলেন, নয়াদিল্লি গত মাসে কাশ্মীরের শায়ত্তশাসন বাতিল করার পরে বিরোধীয় কাশ্মীরে ভারতের ভূমিকা আঞ্চলিক শান্তি বিপন্ন করছে।
তিনি আরও বলেন, এ অঞ্চলে কাশ্মীরের পরিস্থিতি একটি বড় বিপদে পরিণত হয়েছে...কাশ্মীর নিয়ে ভারত যুদ্ধের বীজ বুনছে।
তিনি বলেন, আমরা দ্বন্দ্বকে সেই পর্যায়ে নিতে চাই না যেখানে আঞ্চলিক ও বিশ্ব শান্তি বিপন্ন হয়।
ভারত ও পাকিস্তান, যারা উভয় অংশই মুসলিম সংখ্যাগরিষ্ট কাশ্মীর শাসন করছে। বিরোধীয় হিমালয় অঞ্চলটি নিয়ে প্রতিবেশী দেশদুটির মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।
সূত্র: ইয়েনি শাফাক, দ্যা ডন উর্দু।
আরএম/