আওয়ার ইসলাম: ভারত অধিকৃত জম্মু -কাশ্মীরের বিশেষ মর্যাদা ও স্বায়ত্বশাসন বাতিলের প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে মঙ্গলবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে শত শত বাসে করে আসা প্রায় ১০ হাজার ব্রিটিশ পাকিস্তানি লন্ডনের এই বিক্ষোভে অংশ নেন।
খবরে বলা হয়, এ সময় ভারতীয় হাইকমিশন বিক্ষোভকারীদের ক্ষোভের লক্ষ্যবস্তু হয়। বিক্ষোভকারীরা হাইকমিশনের জানালার কাচ ভেঙে যায়। এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে কাশ্মীর ইস্যুতে লন্ডনে দুই দফা প্রতিবাদী বিক্ষোভ হলো।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ ব্যানারে গতকাল লন্ডনে বিক্ষোভটি হয়। বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্কয়ার থেকে ভারতীয় হাইকমিশন ভবনের দিকে যান। এই বিক্ষোভে যুক্তরাজ্যের লেবার পার্টির কয়েকজন এমপি নেতৃত্ব দেন।
কাশ্মীরে গোলাগুলি বন্ধ কর’, ‘অবরোধ তুলে নাও’, ‘কাশ্মীরে জাতিসংঘের হস্তক্ষেপের সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধাপরাধ বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন বিক্ষোভকারীরা। তাঁরা চিৎকার করে বলছিলেন, ‘আমরা স্বাধীনতা চাই’, ‘আজাদি চাই’। বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিল ব্রিটিশ পাকিস্তানি।
বিক্ষোভকারীরা জানান, কাশ্মীর অবরুদ্ধ হওয়ার ৩০ দিন পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে তারা এই বিক্ষোভের আয়োজন করেছেন।
বিক্ষোভকারীরা শত শত ডিম, টমেটো, জুতা, পাথর, স্মোক বোমা ও বোতল ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে ছুড়ে মারেন। তারা হাইকমিশনের কয়েকটি জানালার কাচ ভেঙে ফেলেন। ক্ষতিগ্রস্ত জানালার কয়েকটি ছবি হাইকমিশন নিজেদের টুইটার পেজে পোস্ট করেছে।
এর আগে গত ১৫ আগস্ট একই ইস্যুতে একইভাবে লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ হয়। তখনো ভারতীয় হাইকমিশন বিক্ষোভকারীদের ক্ষোভের লক্ষ্যবস্তু হয়।
ভারত চলতি মাসের ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে দুটি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু-কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সব মিলিয়ে উপত্যকাটিতে ৫০ হাজারের বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। হিমালয় ঘেরা অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।
আরএম/