আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ করেই পরম বন্ধু দেশ ভারত সফর বাতিল করলেন।আগামী ৯ সেপ্টেম্বর এক দিনের ভারত সফরে আসার কথা ছিল নেতানিয়াহুর।
কেন এই সিদ্ধান্ত নেতানিয়াহুর এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত কারণে এ সফর বাতিল করা হয়েছে।
কারণ ১৭ সেপ্টেম্বর ইসরাইলে নির্বাচন। ভোটের ঠিক আগেই দেশ ছাড়তে চান না নেতানিয় হু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে সে কথা জানিয়েওছেন তিনি। মোদিও তাতে সম্মতি জানিয়েছেন।
এই নিয়ে দ্বিতীবার সফর বাতিল যদিও এই প্রথম নয়, এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফর বাতিল করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এর আগে এপ্রিল মাসে ভারত সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তখনো ভোটের কারণে সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু।
গত এপ্রিলের ভোটে ৭৪-৪৫ আসনের ফলাফল হলেও জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। তার জেরেই ৯ সেপ্টেম্বর এই পুনরায় ভোট করতে হচ্ছে।
আরএম/