আওয়ার ইসলাম: টেক্সাসের রাজধানী অস্টিনের সবচেয়ে বড় মুসলিম নেতা ও আলেম শায়েখ মুফতি মুহাম্মদ উমর ইসমাঈল ইন্তিকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্নািইলাইহি রাজিয়ুন।
তার বন্ধুদের বরাতে জানা যায়, মাওলানা উমর ইসমাঈল কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুর সময় তার বয়স ছিলো মাত্র ৪০। তিনি বিবাহিত ছিলেন, তার তিনটি মেয়ে সন্তান ছিলো।
কানাডায় বেড়ে ওঠা শায়েখ মাওলানা মুহাম্মদ উমর ইসমাঈল কয়েক দশক ধরে অস্টিনে ইমামের দায়িত্ব পালন করেছিলেন। তিনি উত্তর অস্টিন মুসলিম কমিউনিটি সেন্টার, ন্যুয়েস মসজিদ এবং ট্র্যাভিসের ইসলামিক সেন্টারের ইমাম ছিলেন।
মাওলানা মুহাম্মদ উমর ইসমাঈল অস্টিনের একটি মুসলিম স্কুল ‘অস্টিন পিস একাডেমি’তেও শিক্ষকতা করেছিলেন। তিনি ইসলামী আইন সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন।
তিনি একাধারে খতিব, ইসলামিক লেকচারার, শিক্ষক ও গবেষক ছিলেন। শায়খ উমর নামে খ্যাত ছিলেন জনপ্রিয়ও ছিলেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন।
শায়েখ মাওলানা মুহাম্মদ উমর ইসমাঈলের বন্ধু ইয়াসমিন তুর্ক বলেন, তিনি এমন একজন বিনয়ী ও বিনীত ব্যক্তি ছিলেন, কেবল প্রচার নয় মানুষকে সৎপথে নিয়ে আসতে তার চেষ্টা ছিলো সবচেয়ে বেশি।
তার মৃত্যুতে অস্টিন ও টেক্সাসের বড় বড় আলেম শোক প্রকাশ করেছেন। এমনকি অস্টিনের পুলিশ প্রধান ব্রায়ান ম্যানলে শোক প্রকাশ করে বলেছেন, শায়েখ মাওলানা মুহাম্মদ উমর ইসমাঈলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
- এবাউট ইসলাম ও অস্টিন এমেরিকান স্ট্যাটমেন্ট অবলম্বনে আবদুল্লাহ তামিম।
আরএম/