আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় আদালত জামিন নামঞ্জুর করায় ফের কারাগারে পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭ এর বিচারক তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, আদালতের নির্দেশে পুলিশ ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে নিয়ে এলে আমরা তাকে গ্রহণ করি। কারাগারের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সেলে পাঠানো হয়েছে।
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মইনুল। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম মস্তফা খান ও মোসলেহ উদ্দিন জসিম। আদালতের বিচারক তোফাজ্জল হোসেন জামিন আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সারাদেশে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সব মিলিয়ে মইনুলের বিরুদ্ধে ২২টি মামলা দায়ের হয়।
ওই ঘটনায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।
-এএ