আওয়ার ইসলাম: সামাজিক যােগাযােগমাধ্যম ফেসবুকে আইডি হ্যাক ও বাজে মন্তব্য করার অভিযােগে আলােচিত মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানাে হচ্ছে।
গতকাল সােমবার ঢাকার কোতােয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. সাইদুর রহমান এ বিষয়ে জানিয়েছেন।
তিনি জানান, জিডিটি যেহেতু সাইবার ক্রাইমের আওতায় তাই এটি তদন্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানাে হবে। এদিকে আজ দুপুরে কোতােয়ালি থানায় এই জিডিটি করেন ইব্রাহিম খলিল নামের একজন আইনজীবী।
তিনি এর আগে তাহেরীর বিরুদ্ধে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও ধর্মীয় উসকানি দেওয়ার অভিযােগ এনে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তাহেরীর বিরুেদ্ধে মামলা করেছিলেন।
ইব্রাহিম খলিল বলেন, সকাল থেকে দেখি আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, ঢুকতে পারছি না। এ ছাড়া আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে তাহেরী ও তাঁর সমর্থকরা বিভিন্ন ধরনের উসকানি, হূমকি ও বাজে কমেন্ট করতে থাকে। আমি এ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তাই দুপুরে কোতােয়ালি থানায় জিডি করেছি। জিডির নম্বর ৭৮।
ইব্রাহিম খলিল বলেন, গতকাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যে মামলা দায়ের করেছিলাম সেটির আদেশ আগামীকাল সকালে দেবেন বলে বিচারক জানিয়েছেন।
জিডি থেকে জানা যায়, ইব্রাহিম খলিল গত রােববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে ধর্মীয় উসকানির অভিযােগ এনে মামলা করেন। মামলার পরে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সমালােচনার ঝড় ওঠে। তার জের ধরে তাহেরী ও তার সমর্থকরা আজ সকাল ১০টা থেকে ফেসবুক আইডি হ্যাক করে এবং আজে বাজে মন্তব্য করে। এরপর থেকে বাদী আর ফেসবুকে লগ ইন করতে পারছেন না বলে জিডিতে উল্লেখ করেন।
-এএ