আওয়ার ইসলাম:যুক্তরাষ্ট্রের ক্যালেফর্নিয়ার তীরবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও ৩৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে 'কনসেপশন' নামের একটি জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জাহাজে উদ্ধার অভিযানে কাজ করা কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন। তারা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিল। তবে এখনও অন্তত ৩৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি ডুবতে শুরু করেছে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ চলছে। জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল।
ক্যালিফর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ সিএনএনকে জানিয়েছেন, জাহাজটি বড় ছিল। সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
-এএ