আওয়ার ইসলাম: অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত বাতিল করার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আবারও টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো ফোনালাপ হলো এই দুই নেতার। মঙ্গলবার সৌদি আরবের বাএ নিয়ে র্তা সংস্থা আল আরাবিয়া ডটনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল যুবরাজ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের।
আল আরাবিয়া বলছে, কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অবগত করেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই টানাপোড়েনের মধ্যে দু'দেশের পক্ষ থেকেই উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে, ভারতের সঙ্গে যুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান। গতকাল পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেছেন।
আরএম/