আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলার ঈদগড় বাজারে সাঁড়াশি অভিযানে চার দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় এ জরিমানা করা হয়েছে।
এ সময় স্থানীয় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাজারবাসীর উদ্দেশ্যে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলেন, সাধারণের ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জেলা প্রশাসন তথা আদালত চত্বর এলাকায় আজ অপর এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। একসময় ১০-১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সাজা দেয়া হয়েছে বলে জানা গেছে।
-এএ