শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

এনআরসি ও এনপিআর সম্পর্কে সচেতনতা গড়বে জমিয়তে উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরসি ও এনপিআর (জনগণনার) বিষয়ে ভবিষ্যতের জন্য রোড ম‍্যাপ তৈরি করছে পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়তে উলামায়ে হিন্দ।

এ বিষয়ে রাজ‍্যের বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ‍্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সম্প্রতি রাজভবনে তার আবাসনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত, এনআরসি এবং এনপিআর-এর বিষয়ে সচেতনতা গড়তে গোটা রাজ‍্য জুড়ে কাজ করবে তাদের গঠিত এই টিম।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এনআরসি ও এনপিআর এই দু'টি বিষয় মানুষের মধ্যে এখনও অজানা। অনেকেই এনআরসি বিষয়ে জানলেও এনপিআর সম্পর্কে অবগত নন। তাই রাজ‍্যের বিশিষ্ট আইনজীবীদের নিয়ে এক কমিটি গড়ে সংখ্যালঘু অধ‍্যুষিত জেলা এবং তার বাহিরেও কাজ করবে।

তিনি আরও বলেন, এন আর সি এবং এন পি আর এক নয়। অথচ এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়। আর এনপিআর তারই অঙ্গ। বৈঠকে সিদ্ধান্ত হয়, সব আইনজীবী সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। তারা বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যক্তি দের নিয়ে ওয়ার্কশপ-এর আয়োজন করা হবে। জেলা, ব্লক, মহাকুমা স্তরেও ওয়র্কশপের আয়োজন করা হবে। এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা,শিক্ষক, অধ্যাপক এবং সমাজের অন‍্যান‍্যদেরও বৃদ্ধিতে ওয়ার্কশপের পাশাপাশি বাংলা, ইংরাজি, হিন্দি এবং উর্দুতেও লিফলেট তৈরি করা হবে। খুব শ্রীঘ্রই এই নিয়ে আইনজীবী ও বিশিষ্টজনদের নিয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আনসার আলী মন্ডল, সামসুল আরেফিন, সৌগত মিত্র, আব্দুস সামাদসহ আরও ২০ জন আইনজীবী। ওই বৈঠকে আলোচনায় উঠে আসে স‍্যোশাল মিডিয়ায় এনপিআর-এর গুলিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ সমস্যা থেকে মানুষকে অব‍্যাহিত দিতে গোটা রাজ‍্য জুড়ে প্রচার চালাবে এই সংগঠন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ