আওয়ার ইসলাম: কাশ্মীরে মুসলমান নির্যাতনের প্রতিবাদ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশাল সমাবেশ করেছে চট্টগ্রাম ফটিকছড়ির সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।
২ আগস্ট দুপুর ২টায় ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তীব্র রোদ উপেক্ষা করে হাটহাজারী, ফটিকছড়ি সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে সর্বস্তরের তৌহিদি জনতা মিছিলে মিছিলে সমাবেশে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মুসলমান ঈমানী শক্তিতে বিশ্বাসী। ঈমানী শক্তির সামনে কোন শক্তির তুলনা হয় না। ঈমানি শক্তি দিয়ে বিশ্বমুসলিম কাশ্মীরসহ বিশ্বের মজলুম মুসলমানদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, কাশ্মীরের মজলুম মুসলমানরা আমাদের ভাই।তাদের নির্যাতনে আমরা ঘরে বসে থাকব না। পৃথিবীর দেড়শ কোটি মুসলমান কাশ্মীরের মজলুম মুসলমানদের স্বাধীনতার জন্য শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাবে।
মাওলানা সেলিম দৌলতপুরী ও মুফতী মুহাম্মদের বাবুনগরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মুফতী মাহমুদ হাসান শাইখুল হাদীস জামিয়া বাবুনগর,বিশিষ্ট লেখক মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী,মুফতী কুতুবউদ্দিন শাইখুল হাদীস ওবাইদিয়া নানুপুর,মাওলানা হাবিবুল্লাহ আজাদী,মাওলানা আব্দুল মতীন ধর্মপুরী,মাওলানা জুনায়েদ বিন জালাল,মাওলানা সালাউদ্দিন নাজিরহাট মাদরাসা,মুফতি শওকত নানুপুর মুফতি শওকত নানুপুর মাদরাসা,মাওলানা কারী আবু সাঈদ,মাওলানা আছগর আজাদী, মাওলানা হাবিবুল্লাহ ধর্মপুরী, মাওলানা আজীজুর রহমান যশোরী মাওলানা আমীর উদ্দিন ধুরুং, মাওলানা আবু তালেব, মুফতী রিয়াজুদ্দিন ধর্মপুরী প্রমুখ।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল ইউ. এন.ও অফিসে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মাওলানা সলিমুল্লাহ, মুহাদ্দিস নাজিরহাট মাদরাসা ও সেক্রেটারি ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটি,মাওলানা আইয়ুব বাবুনগরী নায়েবে মুহতামিম জামিয়া বাবুনগর,মাওলানা ইলিয়াস রাঙামাটিয়া,মাওলানা নাসির,মোহতামীম জাফতনগর মাদরাসা,মাওলানা মুহাম্মদ শাহ,মুহাদ্দিস বাবুনগর মাদরাসা, হাফেজ মুজিব, নায়বে মোহতামীম জাফতনগর মাদরাসা,মাওলানা জাফর সুরকারহাট মাদরাসা সুয়াবিল,মাওলানা ইকবাল বাইতুল হুদা মাদরাসা, মাওলানা আফাজ উদ্দিন ধুরুং,হাফেজ এমদাদ,আল-মা'হাদুল ইসলামী ভুজপুর,হাটহাজারীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুর মোহাম্মদ প্রমুখ।
পরিশেষে কাশ্মীর ও বিশ্বের মজলুম মুসলমাদের জন্য এবং দেশ-জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন,আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও ফটিকছড়ি ইসলামি আইন বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আরএম/