আওয়ার ইসলাম: ভারতের আসামে এএনআরসি করার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে নামবে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে এমনটাই জানা গেছে।
আজ সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র মতে, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে আসামে জাতীয় নাগরিকপঞ্জী করার প্রতিবাদে ৭ এবং ৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করবে রাজ্যের শাসকদল।
১২ সেপ্টেম্বর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূলের তরফে। দলের এক পদস্থ নেতা জানিয়েছেন, মিছিলে উপস্থিত থাকতে পারেন খোদ দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দলের এক নেতা বলেন, বৈঠকে অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে যে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন, তাঁদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের নেতাদের নির্দেশ দিয়েছেন, মানুষের কাছে গিয়ে, বিজেপির অশুভ দিক তুলে ধরতে, যেমন, তারা যদি ক্ষমতায় আসে বাংলায় এনআরসি করা হবে।
গত শনিবার অসমের জাতীয় নাগরিকপঞ্জী প্রকাশ করা হয়। এনআরসিতে নাম তোলার আবেদন করেছিলেন ৩,৩০,২৭,৬৬১ জন। তারমধ্যে চূড়ান্ত তালিকায় ঠাঁই পায় ৩,১১,২১,০০৪ জনের নাম।
মোট ১৯,০৬,৬৫৭ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে।এমনটাই জানানো হয়েছে এনআরসির রাজ্য কো-অর্ডিনেটরের দফতরের তরফে।বাদ পড়া ব্যক্তিরা ১২০ দিনর মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি
-এটি