আওয়ার ইসলাম: আসামের নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি। এর ফলে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে ভারতের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
রোববার (১ সেপ্টেম্বর) ইউএনএইচসিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিপো গ্রান্ডি বলেন, এনআরসি প্রকাশের কারণে ভারতে বিপুল সংখ্যক মানুষ নাগরিকত্ব হারিয়ে ফেলার আশঙ্কায় রয়েছেন। এমন কোনো পদক্ষেপ নেয়া হলে রাষ্ট্রীয় পরিচয়হীন নাগরিক সমস্যা সমাধানে জাতিসংঘের বৈশ্বিক প্রচেষ্টা ব্যাহত হবে।
গ্র্যান্ডি আরও বলেন, ভারত সরকারের এটা নিশ্চিত করা উচিত, কোনো নাগরিকই যেন রাষ্ট্রহীন হয়ে না পড়ে। প্রত্যেক নাগরিকের তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপযুক্ত আইনি পরিষেবা দিতে হবে। সরকারকে আইনি সহায়তা করতে হবে। তারা সর্বোচ্চ শ্রেণির পরিষেবা পাচ্ছে, এটিও নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত শনিবার সকালে আসামে এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নতুন এ তালিকায় বাদ পড়েছেন মোট ১৯ লাখ হাজার ৬৫৭ জন মানুষের নাম। এ নিয়ে আতঙ্কে পড়েছেন আসামের তালিকার বাইরে থাকা মানুষেরা। আত্মহত্যাও করেছেন অনেকে।
-এএ