শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

রোহিঙ্গা সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট ভয়াবহ। এর ভবিষ্যৎ কি সেটা বলা বড় মুশকিল। তারপর আমি যেটা আঁচ করছি বা আমি বুঝতে পারছি যে, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ রোহিঙ্গা সমস্যা সমাধানে। যে যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। আমরাই নাকি দায়ী এটা না হওয়ার কারণে। আমরা যদি কথা না বলতাম তাহলে নাকি তারা অনেক আগেই চলে যেতো।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য এতটুকু ব্যবস্থা করতে পারেননি। যারা নেয়ার ব্যবস্থা করবে তাদের সঙ্গেই তো আন্ডারস্ট্যাডিং করতে পারেননি, আপনারা কোনো আন্তর্জাতিক আবহাওয়া তৈরি করতে পারেননি যে আন্তর্জাতিক কোনো চাপ মিয়ানমারের উপরে পড়ে তারা রোহিঙ্গাদের নিয়ে যাবে। উপরন্তু যারা চাপ দেবে তারা সব মিয়ানমারের পক্ষে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের পক্ষেই কথা বলছি। আমরা আপনাদের হাত শক্তিশালী করতে চাই, যাতে আপনারা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেন। আমরা একথা পরিষ্কার করে বলেছি যে, রোহিঙ্গা সমস্যার ব্যাপারে একটা জাতীয় কনভেনশন ডাকা হোক। সব রাজনৈতিক দলকে নিয়ে এক করে বাংলাদেশ যে রোহিঙ্গা ইস্যুতে একমত, এটাকে প্রকাশ করা হোক। তাহলে আপনারা বিশ্বে দেনদরবার করে মিয়ানমারকে পরাজিত করতে পারবেন।

সভায় রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার দাবির পাশাপাশি অবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ