আওয়ার ইসলাম: ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ‘আরএসএস’ প্রধান মোহন ভগবত এবং জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী দেশের বর্তমান পরিস্থিতিতে ‘হিন্দু-মুসলিম ঐক্য’ নিয়ে বৈঠক করেছেন।
এদিকে, ভারতের ইতিহাসে এই প্রথম আরএসএস-এর মতো হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সর্ববৃহৎ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান।
বৈঠকটি এমন সময় হয়েছে, যখন কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও আসামে লক্ষ লক্ষ মুসলিমকে ঘরছাড়া করার মাধ্যমে ভারতীয় মুসলিমদের কোনঠাসা করেছে ক্ষমাতাসীন বিজেপি সরকার।
আরএসএস-এর কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘন্টাব্যাপী এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে গত ৩১ আগস্ট উর্দু সংবাদমাধ্যম ডেইলি ইনকিলাবের বরাত দিয়ে মিল্লাত টাইমস এ খবর দিয়েছে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মাওলানা আরশাদ মাদানী বলেন, হিন্দু-মুসলিম ঐক্য ছাড়া দেশের সার্বিক উন্নয়ন কোনদিনই সম্ভব নয়। তাই আমরা ধর্মীয় সংগঠনগুলো একত্রে কাজ করার উদ্যোগ নিয়েছি। আরএসএসও আমাদের ডাকে সাড়া দিয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি খুবই বিপর্যস্ত। অর্থনৈতিকভাবে দূর্বল হতে চলেছে এবং সর্বত্র হিংসা- বিদ্বেষ বিরাজমান। এমন সময় এটি নিয়ে চিন্তাভাবনা করা আবশ্যক।
তিনি আরও বলেন, যদি আমাদের দেশ অন্য একটি দাসত্বের দিকে এগিয়ে চলে এবং ঘৃণা প্রচার করে, তবে অবশ্যই আমাদের সংহতি প্রদর্শন করতে হবে। কারণ, বিদ্বেষের অবসান ছাড়া অন্য কোন উপায়।
উল্লেখ্য, আরএসএস ও জমিয়তে উলামায়ে হিন্দের নেতাদের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এর আগে দারুল উলূম দেওবন্দের আরএসএসের উপ-সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রধান ইন্দ্রেশ কুমার দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানীর সঙ্গে সাক্ষাত করেছিলেন।
সূত্র: মিল্লাত টাইমস
আরএম/