আওয়ার ইসলাম: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর হোলি আর্টিজানে হামলার পর থেকেই জঙ্গি নির্মূলে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। সেই ক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা হচ্ছে।
শনিবার (৩১ আগস্ট) ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় দুই পুলিশ আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দিতেই এ ধরনের ঘৃণ্যতম হামলা করা হয়েছে।
তিনি বলেন, এলজিআরডিমন্ত্রী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানজটের কারণে আটকা পড়লে তার নিরাপত্তার দায়িত্ব পালনরত এএসআই শাহাবুদ্দিন পুলিশ বক্সের কাছে এসে ট্রাফিক পুলিশের সহায়তা চান। তখনই দুর্বৃত্তরা সায়েন্সল্যাবের পুলিশ বক্সকে লক্ষ্য করে হাতবোমাটি ছোড়ে।
আছাদুজ্জমান মিয়া বলেন, ঘটনার আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে কী উদ্দেশে, কেন এ হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় মামলা করা হবে।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শনিবার রাত সোয়া নয়টার দিকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের প্রটোকলের দায়িত্বে ছিলেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। এএসআই শাহাবুদ্দিন মন্ত্রীর প্রটোকলের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-এএ