আওয়ার ইসলাম: আসামের এনআরসির (জাতীয় নাগরিক নিবন্ধন) কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ১৯৭৫-এর পর কোনো বাংলাদেশি ভারতে যাননি। ওই সময় যারা গেছেন তারা বিশেষ কারণে গেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বলে গেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে কোনো সমস্যা হবে না।
এনআরসি নিয়ে কোনো পদক্ষেপ সরকার নেবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো পদক্ষেপ নেব না। শুধু পর্যবেক্ষণ করব। কি হচ্ছে, এটা দেখব।
সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশ তার বর্ডারে নিরাপত্তা জোরদার রাখে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি।
-এএ