শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

হঠাৎ করেই সৌদি মন্ত্রীসভায় আবারো ব্যাপক পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আবোরো হঠাৎ করে রাজকীয় ডিক্রি অনুসারে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন। এছাড়া দেশটির নিরাপত্তা পরিষদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা যায়।

আল-আরাবিয়া উর্দু নিউজের বরাতে জানা যায়, আজ শনিবার সৌদি আরবের শাসক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রাজকীয় ডিক্রি অনুসারে সৌদি সরকারে নতুন বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ করেছেন এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

ফাহাদ আল-ইসা কে শাহী দিওয়ানের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। একইভাবে শাহ সালমানের আদেশে শিল্প উন্নয়নে শিল্প মন্ত্রক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বন্দরুল খরিফকে শিল্পমন্ত্রী বানানো হয়েছে। রিয়াদ উন্নয়ন কর্তৃপক্ষের নাম বদলে রাখা হয়েছে রিয়াদ শাহী অথরিটি।

হারামাইন শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে নিম্নলিখিত নতুন উদ্যোগ ও নিয়োগ কার্যকর করা হয়েছে।

জ্বালানি, শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রনালয়ের অধিন করা হয়েছে, অন্যদিকে শিল্প ও খনিজ পদার্থের জন্য পৃথক মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। নতুন মন্ত্রী পরিষদের নামকরণ করা হয়েছে খনিজশিল্প মন্ত্রণালয়।

রাজকীয় ডিক্রি অনুসারে সৌদি কর্তৃপক্ষ একটি নতুন কমিটি গঠন করেছে, মন্ত্রিপরিষদের সভাপতিত্বে সরাসরি কাজ করবে এ কমিটি। মন্ত্রিপরিষদের ভাইস-চেয়ারম্যানের অধীনে একটি বোর্ডও গঠন করা হবে বলে জানা গেছে।

শিল্প ও সম্পদমন্ত্রী নিযুক্ত করা হয়েচে ইব্রাহিম আল-খরিফকে, রয়েল দিওয়ানের উপদেষ্টা ড. বন্দর মোহাম্মদ বান্দর আল-আইয়ান, মানবাধিকার কমিটির চেয়ারম্যান ড. আওদ আল-আওয়াদ, জাতীয় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মাজাহ ইব্রাহিম আল-খামোস।

রয়েল দিওয়ানের ভাইস-চেয়ারম্যান ড. তমজার বিন ইউসুফ, একইভাবে, রাজকীয় ডিক্রি অনুসারে ড. খলিল বিন মোল্লা আল সাকিফিকে আবহাওয়া ও সুরক্ষা পরিবেশ অধিদফতর অব্যহতি দেয়া হয়েছে। ডা. খালিদ বিন আবদুল মহসিন আল-মোহসেনকে তার পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। সূত্র: আল-আরাবিয়া উর্দু

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ