আওয়ার ইসলাম: ভারতীয় টেনিস তারকা সনিয়া মির্জার নাম পরিবর্তন করে নতুন নাম পিটি ঊষা নির্ধারণ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টারে সানিয়া মির্জার ছবির নিচে হিন্দু নাম পিটি ঊষা লেখা দেখেই এই ধারণা করছিলো অনেকে।
শনিবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিয়ো নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়,অন্ধ্র প্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তনমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় ক্রীড়াবিদদের একটি পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে সানিয়া মির্জার নামের নিচে লেখা হয়েছে পিটি ঊষা।
একইভাবে বিচ রোড সাবমেরিন মিউজিয়ামে লাগানো অনুরূপ একটি পোস্টারেও সানিয়া মির্জার ছবির নিচে পিটি ঊষা লেখা দেখা গেছে। আসলে পিটি ঊষা হলেন ভারতের একজন ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট। ছবি আর নামের মানুষ এক নন।
ছবির সঙ্গে নামের অমিল-রাজ্যসরকারের সূক্ষ্ম এই ভুলের কারণে হতাশ হয়ে তাদের এক হাত নিয়েছেন সেখানের স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য, এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের এওয়ার্ড প্রদান ও নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে ওই পোস্টার সাঁটানো হয়েছিলো।
প্রতি বছর ২৯ আগস্ট মেজর ধ্যান চাঁদের জন্মদিনটি দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে নানা কর্মসূচি রাখা হয় সরকারের পক্ষ থেকে।
এ দিন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের এওয়ার্ড প্রদান ও নগদ অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন। তার বাবা অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির নামে এই পুরস্কার দেয়ার কথা ছিল।
আরএম/