আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দু'দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার সম্ভাবনা পর্যালোচনা করার জন্য আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্সকে এ আহ্বান জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন-এর।
পাশাপাশি তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেছেন।
খবরে বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করতে দুই দেশকে অবশ্যই চেষ্টা করতে হবে বলে তারা একমত পোষণ করেন।
এর আগে কাশ্মীর বিতর্কের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আমিরাতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্য মোদিকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। সর্বোচ্চ সম্মনা হিসেবে ‘অর্ডার অফ জায়েদ’ ও সোনার মেডেল দেয়া হয় আমিরাতের পক্ষ থেকে।
এরপরই আমিরাতের সমালোচনায় জড়িয়ে পরে পাকিস্তান। পরে অবশ্য পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, এটি দুই দেশের নিজস্ব বিনিয়োগের বিষয়। পাকিস্তান কাশ্মীর পরিস্থিতি নিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবে।
আরএম/