শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

নরসিংদীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী শহরের টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে৷ নিহত মিঠুন টাটাপাড়ার জাকির হোসেনের ছেলে।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুন ও তার সহযোগী সোহেলকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়৷ পরে তাদের দেয়া তথ্য মতে রাতে মিঠুনকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য টাটাপাড়ার একটি মাঠে অভিযানে যায় ডিবি পুলিশ।

এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা মিঠুনের সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে গুলিবিদ্ধ হন মিঠুন। এ সময় মিঠুনের সহযোগী হৃদয় (২২), মাইনুল (২৪) ও মেহেদি হাসানকে (২৫) আটক করা গেলেও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পরে ডিবি পুলিশ গুলিবিদ্ধ মিঠুনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ১২টিরও বেশি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ