আওয়ার ইসলাম: দিনাজপুরের বিরলে একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
গতকাল শুক্রবার সকালের এ ঘটনায় জড়িত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং একজনকে ২৫ হাজার জরিমানা করে অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম রওশন কবীর এ আদেশ দেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাজীপাড়া মোড়ে স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও কাঠ ব্যবসায়ী কাইয়ুম আলী একটি ঘোড়া জবাই করে ২শ টাকা কেজি দরে মাংস বিক্রি করেন।
এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে থানায় খবর দেন কাজীপাড়া মসজিদ কমিটির সভাপতি লোকমান হাকিম।
পুলিশ ঘটনাস্থলে আসলে সটকে পড়েন শফিকুল ইসলাম ও কাইয়ুম আলী। ঘটনাস্থল থেকে কাইয়ুম আলীর ছোট ভাই রায়হান আলীকে ঘোড়ার মাংসসহ আটক করে পুলিশ। পরে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলীকেও আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, ঘোড়া জবাই এবং ঘোড়ার মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ।
ঘোড় জবাই ও মাংস বিক্রির ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনার দুই হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
তাদের মধ্যে শফিকুল ইসলাম ও কাইয়ুম আলীকে ছয় মাস করে কারাদণ্ড এবং রায়হান আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
-এটি