আওয়ার ইসলাম: হুসেইন মুহম্মদ এরশাদের কবরের পাশে গিয়ে অঝোরে কেঁদেছেন স্ত্রী রওশন এরশাদ। এসময় স্বামীর আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ করেন তিনি।
আজ শনিবার দুপুরে এরশাদের চেহলাম উপলক্ষে হেলিকপ্টারে রংপুরে আসেন রওশন এরশাদ।
অশ্রুসিক্ত নয়নে এরশাদের কবরে হাত রেখে বললেন, ‘তুমি আমাকে ছেড়ে চলে গেছ, আমি এখন কী নিয়ে থাকব। দোয়া করো তোমার ছেলে (সাদ এরশাদ) যেন তোমার মতো আদর্শ মানুষ হতে পারে।’
এ সময় সঙ্গে থাকা ছেলে রাহগির আল মাহির সাদ এরশাদ ও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রওশন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর স্ত্রী রওশন রংপুরে না আসায় ক্ষুব্ধ ছিলেন এরশাদভক্তরা। তবে শেষ পর্যন্ত এরশাদের চেহলামে আসেন তিনি। এরশাদের বাসভবন পল্লীনিবাসে নতুনভাবে নির্মাণ করা তৃতীয় তলার একটি কক্ষে বসেন তিনি। স্বামীর পছন্দে গড়ে তোলা কক্ষটি ঘুরেও দেখেন।
এদিকে, এরশাদের চেহলাম ঘিরে রংপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে জাপা। নগরীসহ রংপুর সদরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, দুস্থদের জন্য খাবারের আয়োজন করা হয়।
এতে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দলের নেতাকর্মী, এরশাদভক্ত-সমর্থকরা অংশ নেন। এরশাদের কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনা করেন তারা। এ সময় তাদের শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ভরে যায় এরশাদের কবরের চারপাশ।
-এটি